টেলিভিশনের লাইভ প্রোগ্রামে কথা বলতে বলতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন জম্মু-কাশ্মীরের শিল্প, সংস্কৃতি ও ভাষা একাডেমির সাবেক সেক্রেটারি অধ্যাপক ড. রিতা জিতেন্দ্র। সোমবার সকালে ভারতের ব্রডকাস্টিং টেলিভিশন নেটওয়ার্ক দূরদর্শনের শ্রীনগর স্টেশন ডিডি কাশির’র লাইভ প্রোগ্রাম ‘গুড মর্নিং জেকে’তে কথা বলার সময় মারা যান তিনি। প্রোগ্রাম চলার সময় স্টুডিও’র পাশেই থাকা ডিডি’র এক কর্মী কাশ্মীর লাইফকে বলেন, তিনি কথা বলার সময় হৃদরোগে আক্রান্ত হন। দ্রুতই তাকে হাসপাতালে নেয়া হয় এবং সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। গ্রেটার কাশ্মীর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন