শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ট্রাম্পের বিলম্বিত বোধোদয়

প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নানা বিতর্কিত মন্তব্য করে আলোচনায় উঠে আসা রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নিজের ভাবমর্যাদা উজ্জ্বল করতে চান। রিপাবলিকান পার্টির নেতাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে এ ব্যাপারে প্রতিশ্রুতিও ট্রাম্প দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি। প্রাইমারি নির্বাচনগুলোতে ট্রাম্পের সাফল্যের পরও নিজ দলের ভেতরের অনেকেই এই ভেবে উদ্বিগ্ন যে, ট্রাম্পের বিতর্কিত মন্তব্য আর নীতির কারণে ভোটাররা শেষ পর্যন্ত তার প্রতি বিমুখ হয়ে পড়বে। গত মঙ্গলবার প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচন করতে ৫টি রাজ্যে ভোট হবে। ডেলিগেটদের ভোটে পরিষ্কারভাবেই এগিয়ে আছেন ট্রাম্প। তবে মনোনয়ন পেতে তিনি প্রয়োজনের তুলনায় কম ভোট পেতে পারেন বলেও আশঙ্কা আছে। ট্রাম্পের এক নতুন ঊর্ধ্বতন সহযোগী পল মানাফোর্ট রিপাবলিকান ন্যাশনাল কমিটির সদস্যদের বলেন, তিনি (ট্রাম্প) জানেন তার মধ্যপন্থি হওয়া প্রয়োজন। এতে তার নেতিবাচক ভাবমর্যাদা (জনমত জরিপে জনসমর্থন লাভে প্রতিকূলতা) কমবে। ভাবমূর্তির এ পরিবর্তন ঘটতে চলেছে। ভোটের দিক থেকে বিশেষত নারী ভোটারদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা কম। নারীদেরকে নিয়ে একাধিকবার বিতর্কিত মন্তব্য করায় তিনি এ পরিস্থিতিতে পড়েছেন। তবে বিশ্লেষকরা বলছেন, এ সপ্তাহে নিউ ইয়র্ক প্রাইমারিতে ট্রাম্পের চূড়ান্ত জয় তার বিজয়ী ভাষণে একটি নতুন এবং নমনীয় দিক ফুটে ওঠারই আভাস দিয়েছে। পেনসিলভানিয়ায় এক সমাবেশে ট্রাম্প বলেছেন, কখনও কখনও আমি এত বেশি প্রেসিডেন্ট মনোভাবাপন্ন হয়ে উঠি যে আপনারা বিরক্ত হয়ে যান। গত বৃহস্পতিবারও তৃতীয়লিঙ্গের মানুষদের অধিকার নিয়ে ইতিবাচক কথা বলেছেন ট্রাম্প। প্রতিদ্বন্দ্বী প্রার্থী টেড ক্রুজ ট্রাম্পের এ বক্তব্যকে রাজনৈতিকভাবে সঠিক বলে সমালোচনা করেছেন। তবে সাবেক রিপাবলিকান প্রার্থী বেন কার্সন ট্রাম্পের প্রশংসা করে বলেছেন, তিনি মধ্যপন্থি হওয়ার চেষ্টা করছেন। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন