শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

করাচী বন্দরে ব্রিটিশ যুদ্ধজাহাজ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০১৮, ৬:৩৭ পিএম

পাকিস্তানের করাচী বন্দরে ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ এইচএমএস আরগিল রবিবার এক দিনের শুভেচ্ছা সফর করেছে। অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলো নিয়ে আলোচনা ও মহড়া আয়োজনের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার ও ইন্টারঅপারেবিলিটি জোরদারের লক্ষ্যে পাকিস্তান সফর করে ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ।
১৯৯১ সালে কমিশন পাওয়া ‘হার ম্যাজেস্টিস শিপ আরগিল একটি টাইপ ২৩ ‘ডিউক’ ক্লাস ফ্রিগেট। এটির দৈর্ঘ্য ১৩৩ মিটার। এর আগে শুক্রবার পাকিস্তান নৌবাহিনীর জাহাজ পিএনএস সাইফ মিসরের আলেক্সন্দ্রিয়া বন্দর সফরে করে। এটি পাকিস্তান নৌবাহিনীর ১৮তম ডেস্ট্রয়ার স্কোয়াড্রনের ফ্রন্টলাইন যুদ্ধজাহাজ এবং তৃতীয় সোর্ড-ক্লাস ফ্রিগেট। এটি মাল্টি-থ্রেট এনভাইরনমেন্টে সব ধরনের সামুদ্রিক অপারেশনে অংশ নিতে সক্ষম। এটি স্টেট অব আর্ট উইপন ও সেন্সর সজ্জিত। পিএসএস সাইফে এন্টি-সাবমেরিন ওয়ারফেয়ার হেলিকপ্টারও রয়েছে। সূত্রঃ বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন