শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মার্কিন-কিউবা সম্পর্কের অবনতি ঘটেছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ২:০৪ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে কিউবা ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। শনিবার সম্প্রচার মাধ্যম টেলেসুর নেটওয়ার্ককে দেয়া এক সাক্ষাতকারে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-ক্যানেল একথা বলেন। খবর এএফপি।
টেলেসুর নেটওয়ার্ককে তিনি আরো বলেন, ‘দুদেশের সম্পর্ক বর্তমানে অবনতির দিকে। আমরা আলোচনার দরজা খোলা রেখেছি। আমরা কখনোই আলোচনার সম্ভাবনাকে নাকচ করব না। তবে অপরপক্ষকেও অনুরূপ হতে হবে।’
চলতি বছরের গোড়ার দিকে ক্ষমতা গ্রহণের পর এই প্রথম দেয়া সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।
বারাক ওবামার শাসনামলে কিউবার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পুনরায় ঐতিহাসিক সূচনা ঘটে এবং ক্রমান্বয়ে যথেষ্ট উন্নতি ঘটে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প নির্বাচনে বিজয়ী হওয়ার পর কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ব্যাপক অবনতি ঘটেছে।
ডিয়াজ ক্যানেল কিউবার ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধকে তার ‘দেশের উন্নয়নের প্রধান বাধা’ হিসেবে অভিহিত করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন