মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নারী পাচার ঠেকাতে ‘কালো জাদু’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৮, ২:৩০ পিএম

২০১৬ সালে থেকে অবৈধভাবে ইটালিতে গিয়েছেন ১১ হাজারেরও বেশি নাইজেরিয়ান নারী৷ আর তাঁদের অধিকাংশেরই শেষ পরিণতি হয়েছে পতিতাপল্লি৷ নারী পাচার ঠেকাতে এবার দেশটি কাজে লাগাচ্ছে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু৷
অর্থনৈতিকভাবে বেশ উন্নত হলেও নাইজেরিয়ার ইডো প্রদেশের বেনিনে কালো জাদুর ওপর মানুষের বিশ্বাস এখনো প্রবল৷ অনেকেই বিশ্বাস করেন, কালো জাদুর অধীনে কোনো চুক্তি করে তা ভঙ্গ করলে শারীরিক অসুস্থতা, মানসিক ভারসাম্যহীনতা, এমনকি মৃত্যুও হতে পারে৷
আর এই ভীতি কাজে লাগিয়ে প্রায় দুই দশক ধরে নাইজেরিয়া থেকে ইউরোপে নারী পাচার করছেন ৪২ বছর বয়সি পেশেন্স৷ এ থেকে তার আয়ও ছিল বেশ৷ নারীরা যাতে পালাতে না পারে, সেজন্য তিনি ব্যবহার করতেন তাঁর কালো জাদু৷
বেনিনে পেশেন্সের একটি সেলুন আছে৷ সেখানেই চুলের সাজসজ্জার আড়ালে দীর্ঘদিন নারী পাচারের কাজকর্ম চালিয়ে আসছেন পেশেন্স৷ উন্নত জীবনের লোভে ইউরোপ যাওয়ার সুযোগ খুঁজতে বেনিনের তরুণীরা ভিড় জমাতেন তার সেলুনে৷ ফলে এ খাত থেকে প্রতি মাসেই বেশ বড় অংকের উপার্জনও হতো পেশেন্সের৷
ইউরোপে বসবাসকারী এজেন্টদের সহায়তায় নারীদের তুলে দেয়া হতো নৌকায়৷ তবে তার আগে পালন করা হতো এক বিশেষ ধরনের আচার৷ হাজার হাজার ডলার পরিশোধের চুক্তিতে সই করতে বাধ্য করা হতো ইউরোপগামী নারীদের৷ সেই চুক্তি তারপর নিয়ে যাওয়া হতো আধ্যাত্মিক যাজকের কাছে৷ কালো জাদুর অংশ হিসেবে জ্যান্ত মুরগির যকৃত টেনে বের করে তাঁদের খেতে বাধ্য করা হতো৷ এরপর নারীদের চুল এবং কাপড়ের কিছু অংশ একটি মিশ্রণে মিশিয়ে বাধ্য করা হতো সেটা পান করতে৷ এভাবেই কালো জাদুর মাধ্যমে সেই চুক্তি সিলগালা করে দেয়া হতো৷
স্থানীয়ভাবে ‘জুজু' নামে পরিচিত এই কালো জাদুকে বেশ ভয় পান বেনিনের নারীরা৷ ফলে ইউরোপে এসে স্বপ্নভঙ্গের পর শত নির্যাতন সহ্য করলেও পুলিশের কাছে যাওয়ার কথা ভুলেও ভাবেন না তাঁরা৷
১৮ বছর বয়সে রাশিয়ায় পাচার হওয়া ফ্লোরেন্সের বয়স এখন ২৪৷ তিনি বলেন, ‘‘আমি একবার টাকা দিতে অস্বীকৃতি জানিয়েছিলাম৷ এরপরই আমার মুখে পচন ধরতে শুরু করে৷ আমাকে একাধিক হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কোনো চিকিৎসকই আমার রোগের কারণ বের করতে পারেননি৷'' ফ্লোরেন্স জানান, টাকা দিতে অস্বীকৃতি জানানোর আগ পর্যন্ত তিনি প্রায় ৪৫ হাজার ডলার দিয়েছেন ইউরোপে তাঁর এজেন্টের কাছে৷ এসব এজেন্টকে পতিতাবৃত্তিতে জড়িত নারীরা চেনেন ‘ম্যাডাম' নামে৷ আবার টাকা দেয়া শুরু করার পর কোনো ওষুধ ছাড়াই তাঁর মুখ ভালো হতে শুরু করে বলেও জানান ফ্লোরেন্স৷
নাইজেরিয়ার সরকার কঠোর আইন করেও বন্ধ করতে পারছিল না কালো জাদু প্রয়োগে ভয় সৃষ্টির কর্মকাণ্ড৷ ফলে এবার সরকারও কাঁটা দিয়ে কাঁটা তুলতে কালো জাদু নিয়ে মাঠে নেমেছে৷ আর এই কাজে সরকার সাথে পেয়েছে বেনিন অঞ্চলের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা দ্বিতীয় ওবা এওয়ারেকে৷
মার্চে এক অনুষ্ঠানে ওবা ঘোষণা দেন, অবৈধ অভিবাসনে যারা কালো জাদু কাজে লাগাবে, তাদের ওপর পড়বে তাঁর অভিশাপ৷ নাইজেরিয়ার সরকার বলছে, এই ঘোষণার পর থেকে উল্লেখযোগ্য হারে কমে এসেছে নারী পাচার৷ যারা এতদিন অন্যদের ওপর চাপিয়ে এসেছেন কালো জাদুর ভয়, তারাই এখন ভয়ে জড়োসড়৷
পাচারকারী পেশেন্স বলছেন, ‘‘আমি নিজে তাঁর মুখ থেকে এই ঘোষণা শুনিনি, কিন্তু রেডিও ও টেলিভিশনে শুনেছি৷ ওবা সব বন্ধ করে দিয়েছেন৷ এখনো বাইরে গেলেই মেয়েরা চারপাশে জড়ো হয়, তাঁদেরকে ইউরোপ পাঠাতে হাতে-পায়ে ধরে৷ কিন্তু আমি রাজি হই না৷ আমি মরতে চাই না৷ সবাই এখন খুব ভয়ে ভয়ে আছে৷''
ভয় পেয়ে কাজ ছেড়ে দিয়েছেন খোদ কালো জাদুর পরিচালক আধ্যাত্মিক যাজকরাও৷ জুজু পরিচালনাকারী যাজক ডেভিড উবেবে বলেন, ‘‘এখন আর কেউ আমাকে বিরক্ত করে না৷ কেউ যদি আমাকে ইউরোপের মেয়েদের কাছ থেকে আরো অর্থ আদায়ে চাপ দেয়ার জন্য জাদু করতে বলে, তবুও আমি সেটা আর করি না৷ মৃত্যুর ভয় আমারও আছে৷'' সূত্রঃ রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন