শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কানাডার প্রথম হিজাবী এমপি সালমা জাহিদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৮, ২:৪০ পিএম

কানাডার অন্যতম রাজ্য স্কারবোরাফের একজন নারী সংসদ সদস্য দেশটির আইনসভায় প্রথম হিজাব পরিধানকারী এমপি হিসেবে সুপরিচিতি পেয়েছেন। তবে তার এই হিজাব পরিধান নিয়ে দেশটির বিভিন্ন অনলাইন সাইটগুলোতে ব্যাপক সমালোচনা হচ্ছে। খবর সিটিনিউজ ডট সিএ।
এসব সমালোচনার জবাব দিতে গিয়ে সালমা জাহিদ নামের ওই সংসদ সদস্য বলেন, ‘আমি কোনো বাধা ভেঙ্গে দিতে আসিনি এবং কর্মক্ষেত্রে ধর্মীয় পোশাক হিজাব পরিধান করা আমার একান্ত ব্যক্তিগত বিষয় যা আমার স্বাস্থ্যের সাথেও জড়িত।’
তিনি বলেন, ‘যারা আমার হিজাব পরিধান করা নিয়ে জানতে চেয়েছেন আমি তাদেরকে বলতে চাই- ‘আমি হিজাব পরিধান করা শুরু করি তখন থেকে যখন আমি ক্যান্সার থেকে মুক্তি লাভ করি।’
কানাডার আইন সভায় তিন বছর সংসদ সদস্য থাকাকালীন সময়ে চলতি বছরের মে মাসে প্রথম তিনি সংসদে হিজাব পরিধান করে উপস্থিত হয়েছিলেন। তার বর্তমান প্রকাশ ভঙ্গির সাথে অতীতের তোলা তার আলোকচিত্রগুলোর কোনো মিল নেই। এর পূর্বে স্কারবোরাফের এই নারী সংসদ সদস্য ইসলামী পোশাক হিজাব পরিধান করা ছাড়াই বেশ কয়েকটি আলোকচিত্র তুলছিলেন। যা এখন সোশাল মিডিয়াগুলোতে ছড়িয়ে পড়েছে।
তিনি বলেন, তার হিজাব পরিধান করার বিষয়ে বেশিরভাগ প্রতিক্রিয়াই ইতিবাচক ছিলো। তবে কিছু কিছু নেতিবাচক প্রতিক্রিয়াও এসেছে।
প্রসঙ্গত, স্কারবোরাফ কমিউনিটি সালমা জাহিদকে ২০১৫ সালের নির্বাচনে অকুণ্ঠ সমর্থন দিয়ে জয়যুক্ত করে। তিনি বলেন, ‘আমি দেখতে কি রকম তা কোনো বিষয়ই না।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Rubel Hossain ২২ সেপ্টেম্বর, ২০১৮, ৩:০৭ পিএম says : 0
It's an example for all Muslim woman
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন