চীনা ক্যাথলিকদের
খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য ধর্মযাজক
নিয়োগের বিষয়ে ভ্যাটিকান ও চীনের
সরকারের মধ্যে শনিবার একটি
সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তিতে চীনের খ্রিস্টধর্মীয় নেতার
পদে অভিষিক্ত হওয়ার জন্য নির্ধারিত
প্রার্থীদের প্রার্থিতা বাতিল করার ক্ষমতা
দেওয়া হয়েছে ভ্যাটিকানকে। চুক্তির
বিষয়ে ভ্যাটিকান বিবৃতিতে বলেছে,
‘সমৃদ্ধির এক নবযুগের সূচনা হতে
যাচ্ছে যা পুরাতন ক্ষতকে ভুলিয়ে দিয়ে
সব চীনা খ্রিস্টানের সম্মিলন সম্ভব করে
তুলবে।’ রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন