ইরানের সামরিক কুচকাওয়াজে বন্দুক হামলার ঘটনায় দায় স্বীকার করেছে আইএস। আমাক নিউজ এজেন্সির মাধ্যমে দায় স্বীকার করলেও হামলায় নিজেদের জড়িত থাকার সপক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেনি জঙ্গিরা। এছাড়া বিচ্ছিনড়বতাবাদী গোষ্ঠী আহওয়াজ ন্যাশনাল রেজিস্ট্যান্সও হামলার দায় স্বীকার করেছে। শনিবারের ওই হামলায় নারী ও শিশুসহ নিহত হয়েছেন অন্তত ২৯ জন। আহত হয়েছেন আরও ৭০ জন। হতাহতদের মধ্যে দেশটির সামরিক বাহিনীর সদস্যদের পাশাপাশি কুচকাওয়াজ দেখতে যাওয়া নারী ও শিশুরাও রয়েছে। রয়টার্স, মিডল ইস্ট আই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন