চালু হলো মক্কা-মদিনা রুটে দ্রুত গতির ট্রেন সার্ভিস। এই ট্রেনে মাত্র ২ ঘণ্টারও কম সময়ে মক্কা থেকে পবিত্র শহর মদিনা যেতে পারবেন হাজিরা। বর্তমানে লাগে ৪ ঘণ্টার বেশি।
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ মঙ্গলবার ‘হারামাইন রেল লাইন’ উদ্বোধন করেন । এ রুটের ট্রেন যুক্ত করেছে মক্কা, জেদ্দাহ, বাদশাহ আবদুল আজিজ বিমানবন্দর, বাদশাহ আবদুল্লাহ অর্থনৈতিক শহর ও মদিনাকে। মক্কা থেকে মদিনার দূরত্ব ৪৫০ কিলোমিটার। রুটে শুরুতে ৩৫টি ট্রেন চালু করা হচ্ছে। প্রত্যেকটি ট্রেনে ৪১৭ জন যাত্রী যাতায়াত করতে পারবে। ১২টি স্পেনিশ কোম্পানি ও দুই সৌদি প্রতিষ্ঠান রেল লাইনটি নির্মাণ করে।
আন্তর্জাতিক বাজারে দাম কমে যাওয়ায় তেলের ওপর নির্ভরশীলতা কমাতে ভিশন-২০৩০ হাতে নিয়েছে সৌদি আরব। এ পরিকল্পনার অংশ হিসেবে রেল লাইনটি নির্মাণ করা হয়েছে। এর উদ্দেশ্য হজযাত্রীর সংখ্যা দ্বিগুণে উন্নত করা। সূত্রঃ আরব নিউজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন