রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ক্ষমতায় গেলে ফিলিস্তিনকে স্বীকৃতি -জেরেমি করবিন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৮, ৪:১২ পিএম

ব্রিটেনের লেবার পার্টি ক্ষমতায় গেলে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির প্রতিশ্রুতি দিয়েছেন দলটির প্রধান জেরেমি করবিন। খবর পার্সটুডে।
বুধবার বিকেলে লিভারপুলে দলীয় সম্মেলনে তিনি বলেন, দুই রাষ্ট্র ভিত্তিক সমাধান একটি বাস্তবতা। এ কারণে তার দল ক্ষমতা গ্রহণের পরপরই যত দ্রুত সম্ভব ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।
এ সময় সম্মেলনে উপস্থিত অসংখ্য মানুষ করতালি দিয়ে জেরেমি কোরবিনের ঘোষণাকে স্বাগত জানান। এ সময় অনেকেই ফিলিস্তিনের পতাকা উড়িয়ে উল্লাস প্রকাশ করেন।
গত বছর লন্ডনে ফিলিস্তিনিদের সমর্থনে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি বলেছিলেন, ব্রিটেনের পক্ষ থেকে অবশ্যই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে হবে। বেলফোর ঘোষণার শতবার্ষিকী উদযাপনেরও সমালোচনা করেছিলেন তিনি। বেলফোর ঘোষণাই ইহুদিবাদী ইসরাইল প্রতিষ্ঠা সহজ করে দিয়েছিল।
ব্রিটেনের প্রধান বিরোধী দল লেবার পার্টির প্রধান জেরেমি কোরবিন ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের অন্যায় তৎপরতারও সমালোচনা করে থাকেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন