শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

সন্ত্রাসী হামলায় হিন্দু মৌলবাদীরা, জেল খাটল নিরপরাধ মুসলিমরা

প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ২০০৬ সালে ভারতের মহারাষ্ট্রে আটজন মুসলিমের বিরুদ্ধে দায়েরকৃত একটি সন্ত্রাসবাদী মামলা খারিজ করে দিয়েছেন মুম্বাইয়ের একটি আদালত। মহারাষ্ট্রের মালেগাঁওয়ে বোমা বিস্ফোরণে ৩১ জনের মৃত্যুর মামলায় তাদের বিরুদ্ধে বোমা বহনের অভিযোগ আনা হয়েছিল। এ জন্য ৫ বছর কারাগারে কাটাতে হয় তাদের। পরে ২০১১ সালে তারা জামিন পান। জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) মামলাটির তদন্ত শুরু করলে দেখতে পায় যে পুলিশের কাছে স্বীকারোক্তি দিতে তাদের ওপর নির্যাতন চালানো হয়। আমাকে ৮০ দিন ধরে শারীরিক নির্যাতন করে একটি মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হয়, বলছিলেন নুরুল হুদা। তার বয়স এখন ৩৪ বছর। প্রথমে বিস্ফোরণের ওই মামলা তদন্ত শুরু করেছিল মহারাষ্ট্রের সন্ত্রাসবাদবিরোধী স্কোয়াড। সে সময় নয়জন মুসলিমকে নাগরিককে গ্রেপ্তার করে তারা। কিন্তু এনআইএর তদন্তে দেখা যায়, ওই হত্যায় জড়িত ছিল অভিনব ভারত নামের এক হিন্দু মৌলবাদী সংগঠন। অবশেষে গত সোমবার মামলাটি খারিজ করে দেন আদালত। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন