মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

জাতীয় যুব মহিলা হ্যাান্ডবল নওগাঁ-জামালপুর ফাইনাল

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০১৮, ১২:০৫ এএম

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় চলমান জাতীয় যুব মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনালে উঠেছে নওগাঁ ও জামালপুর জেলা। গতকাল বিকেলে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী ষ্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা ১৭-৪ গোলে ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে ফাইনালে জায়গা পায় । প্রথমার্ধে বিজয়ীরা ৭-২ গোলে এগিয়ে ছিল। একই ভেন্যুতে দ্বিতীয় সেমিফাইনালে জামালপুর ২১-১২ গোলে পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে ফাইনালে নওগাঁর সঙ্গী হয়। প্রথমার্ধে জামালপুর ১১-৬ গোলে এগিয়ে ছিল।
আগামীকাল বিকালে ফাইনালে মুখোমুখি হবে নওগাঁ ও জামালপুর। এর আগে সকালে তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে ঠাকুরগাঁও খেলবে পঞ্চগড় জেলার বিপক্ষে। এবারের প্রতিযোগিতায় ১২টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে অংশ নিয়েছে। ‘ক’ গ্রুপে ছিল নওগাঁ, যশোর ও গোপালগঞ্জ জেলা। ‘খ’ গ্রুপে খেলেছে জামালপুর, দিনাজপুরও মাদারীপুর জেলা। ‘গ’ গ্রুপের দলগুলো হলো- পঞ্চগড়, নড়াইল ও ফরিদপুর জেলা। এবং ‘ঘ’ গ্রুপে ছিল ঢাকা, ও নারায়ণগঞ্জ ও ঠাকুরগাঁও জেলা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন