ইনকিলাব ডেস্ক : নাইজেরিয়ার একটি আদালত দুর্নীতি ও অর্থপাচারের দায়ে দেশটির একজন সাবেক আইনপ্রণেতাকে ১৫৪ বছরের কারাদ- দিয়েছে। বিবিসি বলছে, মধ্যাঞ্চলীয় কোজি প্রদেশের গ্যাব্রিয়েল দাউদুর বিরুদ্ধে ৭৭টি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এই দ- দেওয়া হয়েছে বলে দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ জানিয়েছে। অবশ্য আদালতের বিচারক জানিয়েছেন, সবগুলো অভিযোগে পাওয়া শাস্তি একযোগে শুরু হবে। তার অর্থ দাঁড়ায় দাউদুকে মাত্র দুইবছর কারাগারে কাটাতে হবে। অভিযোগে প্রকাশ, দাউদুর বিচার শুরু হয় ২০১০ সালে। তার বিরুদ্ধে ৭০ লাখ মার্কিন ডলার পরিমাণ অর্থ পাচারের অভিযোগ রয়েছে। তবে এই আদালতের রায়ের বিরুদ্ধে দাউদু আপিল করবেন কিনা কিংবা পাচার হওয়া অর্থ ফেরত পাওয়া গেছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। নাইজেরিয়ায় দুর্নীতি মহামারীর আকার ধারণ করেছে। গেল বছর দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি নির্বাচনে জয় লাভ করার পর এই সমস্যা মোকাবিলার অঙ্গীকার করেছিলেন। বিবিসি, রয়টার্স।
মন্তব্য করুন