শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ইরাকের মন্ত্রিসভায় রদবদল

প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি শেষ পর্যন্ত দেশটির মন্ত্রিসভার ছয়টি পদে রদবদল করেছেন। ইরাকের মন্ত্রিসভায় যে পরিবর্তন আনার পরিকল্পনা করেছিলেন তিনি তারই অংশ হিসেবে এসব রদবদল করা হলো। অবশ্য, তার এ পরিকল্পনার বিরুদ্ধে সংসদে ব্যাপক বিরোধিতা করা হয়েছে। স্পিকার সালিম আল-জাবুরি সংসদের অধিবেশন আহ্বান করেন এবং গত মঙ্গলবার ১৭০ সদস্যের যোগদানের কারণে কোরাম পূর্ণ হয়। এরপর সেখানে এবাদির মনোনয়ন দেয়া মন্ত্রীদের বিষয়ে ভোটাভুটি হয়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আলা গণি স্বাস্থ্যমন্ত্রী, হাসান আল-জনাবি পানিমন্ত্রী, ওয়াফা আল-মাহাদাভি শ্রমমন্ত্রী, আলী আব্দুররাজ্জাক ঈসা শিক্ষামন্ত্রী, আলী আলা দাশার বিদ্যুতমন্ত্রী এবং আকিল আল-মাহদিকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। এর আগে, শিক্ষামন্ত্রী হিসেবে আলী হোসেইনকে মনোনয়ন দেয়া হয় কিন্তু তা চ্যালেঞ্জ করে মুক্তাদা আস-সাদরের নেতৃত্বাধীন প্রভাবশালী শিয়া জোট ‘আহরার’। এছাড়া, মুহাম্মাদ নাসরুল্লাহ বিচার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে সংসদ সদস্যদের সমর্থন পেতে ব্যর্থ হন। ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন