ইনকিলাব ডেস্ক : গুয়াতেমালার রাজধানীতে একটি আবর্জনার স্তূপ ধসে পড়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এরা আবর্জনা থেকে কুড়াচ্ছিল। গত বুধবারের এই ঘটনায় আরো ১৫ জন আহত হয়েছে। দেশটির জরুরি কর্মকর্তারা একথা জানিয়েছেন। গুয়াতেমালার জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার ডেবিড ডি লিওন বার্তা সংস্থা এএফপিকে বলেন, নগরীর প্রধান আবর্জনার স্তূপ ধসের এই ঘটনায় ৮ জন আহত ব্যক্তিকে ঘটনাস্থলেই চিকিৎসা করা হয়। গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো হয়। পৌরসভা এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার সময় সেখানে প্রায় ১ হাজার অস্থায়ী পরিচ্ছন্ন কর্মী কাজ করছিল। স্তূপটির একটি অংশ ধসে পড়তে দেখে তার নিচে যারা কাজ করছিল তাদের চিৎকার করে সতর্ক করা হয়। বিবৃতিতে আরো বলা হয়, বেশ কয়েকজন পরিচ্ছন্ন কর্মী চিৎকারটি শুনতে পায়নি এবং তারা স্তুপটির নিচেই কাজ করছিল। এএফপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন