শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

পৃথিবী থেকে মুছে যাবে বন্য অস্তিত্ব

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গিয়েছে আন্টার্কটিকাকে বাদ দিলে শিল্পায়নের ফলে গোটা দুনিয়ার ৭৭ শতাংশরই বড্ড বেশি আধুনিকিকরণ হয়েছে। গত শতাব্দির শুরুতে যা ছিল মাত্র ১৫ শতাংশ। পৃথিবী জুড়ে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে যে ভাবে নগরায়ণের পেছনে ছুটছে মানুষ, তাতে কয়েক দশকের মধ্যেই হারিয়ে যাবে বন্য আস্তিত্ব। সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গিয়েছে আন্টার্কটিকাকে বাদ দিলে শিল্পায়নের ফলে গোটা দুনিয়ার ৭৭ শতাংশরই বড্ড বেশি আধুনিকিকরণ হয়েছে। গত শতাব্দির শুরুতে যা ছিল মাত্র ১৫ শতাংশ। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় এবং নিউইয়র্কের ওয়াইল্ডলাইফ কনজার্ভেশন সোসাইটি-র যৌথ গবেষণা বলছে পৃথিবীতে যতটুকু বন্য অস্তিত্ব বাকি আছে, ক্রমশ ফিকে হয়ে আসছে। গবেষক জেমস আর অ্যালান এই প্রসঙ্গে বলেছন, “আমরা এমন একটা সময়ের চৌকাঠে দাঁড়িয়ে, যে কোনও মুহূর্তে ভেঙ্গে পড়বে পুরো ব্যবস্থা”। “হারাতে হারাতে সবটাই হারিয়ে ফেলছি আমরা। ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন