শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

মার্কিন নির্বাচনের আগে ১০ হাজার টুইটার অ্যাকাউন্ট বন্ধ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৮, ৭:১২ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রে আগামী মঙ্গলবার অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনকে কেন্দ্র করে ভোট প্রদানে নিরুৎসাহিত করে ক্রমাগত বিভিন্নজনকে বার্তা পাঠানোর অভিযোগে অন্তত ১০ হাজারেরও বেশি টুইটার অ্যাকাউন্টকে বন্ধ করেছে কর্তৃপক্ষ। বার্তা সংস্থা রয়টার্সকে এক ই-মেইল বার্তায় এ তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।

রয়টার্স এ প্রতিবেদনে জানিয়েছে, বন্ধ করার পাশাপাশি তারা বেশ কিছু অ্যাকাউন্টের কর্মকাণ্ডে নজরদারি চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থাও নিয়েছে। অ্যাকাউন্টগুলো গত সেপ্টেম্বরের শেষদিকে এবং অক্টোবরের শুরুতে বন্ধ করা হয়।

তবে, এই সংখ্যা আগের চেয়ে তুলনামূলক অনেক কম। কেননা গত ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে সে সময় টুইটার কর্তৃপক্ষ লাখ লাখ অ্যাকাউন্ট বন্ধ করে দেয়।

উল্লেখ্য, অ্যাকাউন্টগুলো মূলত অটোমেটিক রোবোটিক কোনো সফটওয়্যার দ্বারা পরিচালিত। এসব অ্যাকাউন্টের অনেকগুলোতে ভোটারদের বিভ্রান্ত করার জন্য প্রায়ই ডেমোক্র্যাটিকদের লোগো এবং ছবি ব্যবহার করা হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন