শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

মওলানা সামিউল হকের স্থলাভিষিক্ত হামিদুল হক

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামির প্রধান হিসেবে নিহত মওলানা সামিউল হকের ছেলে হামিদুল হককে নিয়োগ দেয়া হয়েছে। শুক্রবার রাতে রাওয়ালপিন্ডিতে নিজ বাসভবনের কাছে অজ্ঞাত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন মওলানা সামিউল হক। পাকিস্তানে দারুল উলুম হক্কানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন সামিউল হক। পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান গোষ্ঠীর মধ্যে তার ব্যাপক প্রভাব ও জনপ্রিয়তা ছিল। তার পরিবারের সদস্যদের পাশাপাশি পাকিস্তানের রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, আমেরিকা ও সউদী আরবের মতো দেশগুলোর নির্দেশে মওলানা সামিউল হককে হত্যা করা হয়েছে। পাকিস্তানের প্রসিডেন্ট আরিফ আলভি এক বার্তায় সামিউল হকের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। পার্সটুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন