ক্যামেরুনের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি স্কুল থেকে অপহৃত হওয়া ৭৮ শিক্ষার্থীকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এমনটিই জানিয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, দেশটির বামেন্দা শহর থেকে স্থানীয় সময় রোববার সকালে ৭৮ জন শিক্ষার্থীসহ আরও ৩ জনকে অপরহণ করা হয়। জানা গেছে, ৭৮ শিক্ষার্থীর সাথে একজন ড্রাইভারকে ছেড়ে দেয়া হলেও স্কুলটির প্রিন্সিপাল ও একজন শিক্ষককে এখনও ছাড়া হয়নি। অপহরণের জন্য সরকার ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী একে-অপরকে দায়ী করছে। যদিও এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি কে বা কারা এই অপহরণের সাথে জড়িত কিংবা ঠিক কী উদ্দেশে তারা শিক্ষার্থীদের অপহরণ করেছে। এ বিষয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, মুক্তি পাওয়া শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর তাদেরকে পরিবারের কাছে ফেরত দেয়া হবে। বিবিসি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন