মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

প্রথম বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণে বিশ্ব নেতৃবৃন্দ প্যারিসে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

শুক্রবার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে নিয়ে ফ্রান্স সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে আজ রবিবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ট্রাম্পের ঘোষিত বৈঠক হচ্ছে না। খবর সিএনএন’র। অপরদিকে, প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তির ১০০ বছর পূর্তি উপলক্ষে বিশ্ব নেতারা প্যারিসে একত্রিত হচ্ছেন। তারা বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণ করবেন। ট্রাম্প দেশের রাজনীতি এখানে এড়িয়ে চলবেন বলেও জানা গেছে। তবে তিনি শরণার্থীদের বিষয়টিকে গুরুত্ব দিতে পারেন বলে সূত্র জানিয়েছে। এই অনুষ্ঠানে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ ছাড়া আর কোনো বিশ্ব নেতার সঙ্গে বৈঠকের সূচি নেই প্রেসিডেন্ট ট্রাম্পের। বৈঠকে ট্রাম্প সিরিয়ার গৃহযুদ্ধ এবং ইরানকে মোকাবেলার উপায় নিয়েও আলোচনা করবেন বলে জানা গেছে। ইউরোপীয় মিত্রদের সঙ্গে সম্পর্ক এই বৈঠকে তেমন গুরুত্ব পাবে না বলে ধারণা করা হচ্ছে। অনুষ্ঠানের ফাঁকে রবিবার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকের কথা জানিয়েছিল ক্রেমলিন। তবে ট্রাম্প বলেছেন, ওই বৈঠক হবে না। সিএনএন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন