আফ্রিকার দেশ ডিআর কঙ্গোতে সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর অন্তত সাত সদস্য নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন ১০ সদস্য। হতাহের শিকার হয়েছেন দেশটির সরকারি বাহিনীর কয়েকজন সেনাও। বুধবার ইবোলা মহামারীরূপ ধারণ করা কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে দেশটির সরকারি বাহিনীর সাথে অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস-এডিএফ বিদ্রোহীদের দমনে ওই অভিযানে জাতিসংঘের শান্তিরক্ষীরাও অংশ নিয়েছিলো। জাতিসংঘ মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, কঙ্গোর উত্তর কিভুর বেনিতে ৭ জাতিসংঘ শান্তিরক্ষীর নিহতের খবর নিশ্চিত হওয়া গেছে। তাদের মধ্যে ছয়জন মালাই ও একজন তানজানিয়ার নাগরিক। এখনও একজন নিখোঁজ রয়েছেন। আল-জাজিরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন