ইনকিলাব ডেস্ক : ইরানের দ্বিতীয় দফার পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট হাসান রুহানির মিত্র সংস্কারবাদী ও উদারপন্থী রাজনীতিবিদরা জয়লাভ করেছেন। গত শনিবার স্থানীয় সংবাদ মাধ্যম একথা জানায়। অনানুষ্ঠানিক ও অসম্পূর্ণ ফলাফল থেকে জানা যায়, ৬৮ আসনের নির্বাচনে কমপক্ষে ৩৩ আসনে রুহানিপন্থী প্রার্থী এবং রক্ষণশীল দলের আরো ২১ প্রার্থী জয়লাভ করেছে। গত শুক্রবারের দ্বিতীয় দফার এই নির্বাচনের মধ্যদিয়ে ২৯০ আসনের নতুন পার্লামেন্টের ভোটাভুটি সম্পূর্ণ হলো। গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে এ ৬৮ আসনের ফলাফল স্পষ্ট না হওয়ায় দ্বিতীয় দফায় নির্বাচনের আয়োজন করতে হয়েছে। রক্ষণশীল ঘেঁষা বার্তা সংস্থা ফার্স জানায়, নির্বাচনে ৩৩ আসনে রুহানির মিত্র প্রার্থী জয়লাভ করে। আইআরআইবি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন