রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সিরিয়ায় যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান কেরির

প্রকাশের সময় : ৩ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, সিরিয়ার আলেপ্পোতে বোমা হামলা বন্ধে রাশিয়ার সহযোগিতা আশা করছেন তিনি। জেনেভাতে দেয়া এক বক্তৃতায় কেরি বলেন, সিরিয়া সরকার অন্তত রাশিয়ার কথা শুনবে ও সেই অনুযায়ী সাড়া দেবে। জাতিসংঘের দূত স্টাফানের সঙ্গে সিরিয়া প্রসঙ্গে জরুরি বৈঠকের জন্য জেনেভা সফরে এসেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। কেরি বলেছেন, সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে যে সহিংসতা চলছে তা বন্ধ করাই এখন মূল লক্ষ্য। সিরিয়ার সরকারি বাহিনীর বোমা ও বিমান হামলা এবং বিদ্রোহীদের রকেট হামলায় গত দশ দিনে আলেপ্পোতে আড়াইশোর বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এর আগে রাশিয়ার একজন সামরিক কর্মকর্তা বলেছেন যে, যুদ্ধরত আলেপ্পোয় শান্তি স্থাপনের জন্য আলোচনা চালাতে প্রস্তুত তারা। যুক্তরাষ্ট্র চাচ্ছে রাশিয়া যেন সিরিয়ার সরকারি বাহিনীকে চাপ দেয় যেন তারা আলেপ্পোতে নির্বিচারে বোমা হামলা বা বিমান হামলা না চালায়। অন্যদিকে রাশিয়া ও সিরিয়ার সরকারি বাহিনীর মন্তব্য হলো আলেপ্পোতে জিহাদি বাহিনী নুসরা ফ্রন্টকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।
খবরে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সিরিয়ায় যুদ্ধবিরতি বজায় রাখতে সহায়তার জন্য আবারো রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের প্রতিও আহ্বান জানিয়েছেন। সিরিয়ার আলেপ্পো নগরীতে যখন প্রচ- লড়াই অব্যাহত রয়েছে তখন এ আহ্বান জানালেন তিনি। জেনেভায় জর্দানের পররাষ্ট্রমন্ত্রী নাসের জুদেহর সঙ্গে বৈঠক শুরুর আগে এ আহ্বান জানান কেরি। প্রত্যাশা ব্যক্ত করে কেরি বলেন, মস্কোর সহায়তায় রুশ-মার্কিন মধ্যস্থতায় ২৭ ফেব্রুয়ারি থেকে কার্যকর যুদ্ধবিরতি সিরিয়ায় বজায় থাকবে। তিনি বলেন, এটি সত্যিই একটি গুরুত্বপূর্ণ সময় এবং আমেরিকা এ সময়ে রাশিয়ার সহযোগিতা চাইছে। সিরিয়া সরকার যেন রাশিয়ার কথা শোনে সে আশাও ব্যক্ত করেন কেরি। জাতিসংঘ আয়োজিত শান্তি আলোচনায় সিরিয়ার যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন