ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়ায় বিবাহ এবং শেষকৃত্য অনুষ্ঠানের মতো লোক সমাগমের অনুষ্ঠান সাময়িক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বহুদিন পর দেশটির ক্ষমতাসীন দলের আসন্ন সম্মেলনকে কেন্দ্র করে রাজধানী পিয়ংইয়ংয়ে চলছে কড়া সতর্কতা এবং নিরাপত্তা। সাধারণ মানুষের চলাফেরার স্বাধীনতার উপরেও আরোপিত হয়েছে নিষেধাজ্ঞা। আগামী শুক্রবার উত্তর কোরিয়ার বর্তমান ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার নেতা কিম জং-উন ৩৬ বছর পরে এই প্রথম দলীয় নেতাকর্মীদের একটি মহাসম্মেলন আয়োজন করতে যাচ্ছেন। এই উদ্দেশে রাজধানীতে প্রবেশের এবং বেরুনোর পথে নজরদারি বসানো হয়েছে। ডেইলি নর্থ কোরিয়ার সংবাদে বলা হয়েছে আসন্ন সম্মেলনকে কেন্দ্র করে জনমানুষের চলাফেরায় নিষেধাজ্ঞা এবং তল্লাশি চালানো হচ্ছে। তবে উত্তর কোরিয়া সরকারের একজন মুখপাত্র চেং জন হি বলেছেন, সাময়িক এই নিরাপত্তা পদক্ষেপ নেয়া হয়েছে কোন রকম দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কমিয়ে আনার জন্য। দলটির সর্বশেষ সম্মেলন হয়েছিল ১৯৮০ সালে যখন কিম জং-উনের বাবা কিম জং-ইল ক্ষমতায় ছিলেন। ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার আসন্ন সম্মেলনে দেশটির ৩৩ বছর বয়সী নেতা কিম দলে নিজের নেতৃত্ব পাকাপোক্ত করবেন। সেই সাথে উত্তর কোরিয়াকে একটি পারমাণবিক ক্ষমতা সম্পন্ন দেশ হিসেবে ঘোষণা দিয়ে ভবিষ্যৎ অর্থনৈতিক ও সামরিক অবস্থা নিয়ে তার পরিকল্পনা পেশ করবেন সবার সামনে। এপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন