শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নির্দোষ প্রমাণিত হলেন

প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সউদি রাজ পরিবারের কাছ থেকে পাওয়া ৬৮ কোটি ১০ লাখ ডলার ব্যয়ের দুর্নীতির অভিযোগ থেকে রেহাই পেয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার মালয়েশিয়ার এটর্নি জেনারেল মোহামেদ আপানদি এ তথ্য জানিয়েছেন। এটর্নি জেনারেলকে উদ্ধৃত করে আল-জাজিরার খবরে বলা হয়, প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে তারা সন্তুষ্ট। এ থেকে দেখা যায়, অর্থগুলো উপঢৌকন বা ঘুষ হিসেবে দেয়া হয়নি। এ অর্থ প্রধানমন্ত্রী নাজিবকে কেন দেয়া হয়েছিল, তার কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। এটা হয়েছে রাজপরিবার এবং তার মধ্যকার সম্পর্কের কারণে বলে উল্লেখ করেন এটর্নি জেনারেল। মোহামেদ আপানদি বলেন, দুর্নীতি দমন সংস্থার গঠিত তিনটি তদন্ত কমিটির প্রতিবেদনে নাজিব রাজাকের বিরুদ্ধে কোনো অপরাধ সংঘটনের প্রমাণ মেলেনি। তাই তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে না। এটর্নি জেনারেল আরো জানান, ব্যবহৃত না হওয়ায় সউদি রাজ পরিবারের কাছ থেকে পাওয়া ৬২ কোটি ডলার ফেরত দিয়েছেন নাজিব। সউদি রাজপরিবারের কাছ থেকে পাওয়া অর্থ নিয়ে গত বছরের জুলাই থেকে সরগরম ছিল মালয়েশিয়া। এই অর্থ প্রধানমন্ত্রী নাজিব রাজাক তার ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন বলে অভিযোগ ওঠে। এমনকি তার পদত্যাগেরও জোর দাবি ওঠে। এপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন