শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ক্যামেরুনে আত্মঘাতীদের বোমা হামলায় নিহত ৩৫

প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ক্যামেরুনের উত্তরাঞ্চলে পাঁচটি আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। গত সোমবারের এসব বোমা হামলায় আহত হয়েছেন ৬০ জন। সিনহুয়া সংবাদমাধ্যমকে ক্যামেরুনের সেনাসূত্র জানিয়েছে, পাঁচজন নারী বেলা ১১-৩০ মিনিটের দিকে বোদোতে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটান। ধারণা করা হচ্ছে ওই নারীরা সবজি বিক্রেতা। তারা সবজি বহনের ঝুঁড়িতে বোমাগুলো লুকিয়ে রেখেছিল। এতে ওই পাঁচ আত্মঘাতীসহ ৩৫ জন নিহত ও ৬০ জন আহত হয়েছেন। বোদো শহরটি ক্যামেরুনের সবচে উত্তরাঞ্চলে নাইজেরীয় সীমান্তের কাছে অবস্থিত। নাইজেরিয়ার ইসলামি বিদ্রোহী গোষ্ঠী বোকো হারাম ২০১৩ সাল থেকে ক্যামেরুনে হামলা চালানো শুরু করে। গোষ্ঠীটির হামলায় দেশটিতে এ পর্যন্ত হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। অবশ্য বিবিসি বলছে, অন্ততপক্ষে তিন হামলাকারী আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে এবং এতে অন্ততপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। গেল মাসে দুই নারী আত্মঘাতী বোমা হামলাকারী বোদোতে নিজেদের উড়িয়ে দেয়। বোকো হারামের বিরুদ্ধে নাইজেরিয়া, নাইজার, চাদ এবং বেনিনের পাশাপাশি ক্যামেরুনও এই আঞ্চলিক জোটগত লড়াইয়ের অংশীদার। নিরাপত্তা সূত্র জানিয়েছে, স্থানীয় একটি বাজারে তিনটি বোমার বিস্ফোরণ ঘটেছে। পুলিশ সূত্র জানিয়েছে, নাইজেরিয়া সীমান্তের প্রত্যন্ত বোদো গ্রামে এ বাজারটির অবস্থান। পুলিশের ওই সূত্র জানায়, বোমা হামলাকারীরা বাজারে ঢোকার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাদের বাধা দেয়। বিবিসি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন