করাচিতে ১০ম আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী ও সেমিনার (আইডিয়াস ২০১৯)-এর দ্বিতীয় দিনে বুধবার পাকিস্তান একটি নতুন মাল্টিরোল ড্রোন উপস্থাপন করেছে। গ্লোবাল ইন্ডাট্রিয়াল এন্ড ডিফেন্স সলুশন (জিআইডিএস)-এর তৈরি ‘শাহপার’ নামে এই ড্রোনটি ১৭,০০০ ফুট উপর দিয়ে টানা ৭ ঘন্টা পর্যন্ত উড়তে পারে। স্বয়ংক্রিয় উড্ডয়ন ও অবতরণের ক্ষমতাসম্পন্ন শাহপার’কে একটি মাঝারিপাল্লার ট্যাকটিক্যাল ইউএভি সিস্টেম হিসেবে উল্লেখ করেছে জিআইডিএস। এটি দিনে ও রাতে নজরাদারি চালানোর জন্য বিভিন্ন ধরনের সরঞ্জাম বহন করতে পারে। এর অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ভূপৃষ্ঠের বিভিন্ন টার্গেট সম্পর্কে তথ্য জোগাড়ের জন্য সঠিক লিটেরাল, লঙ্গিচুডিনাল ট্রাজেক্টরি কন্ট্রোল, মিশন প্লানিং, ম্যানেজমেন্ট এন্ড কন্ট্রোল, জিও রেফারেন্সিং ও জিও পয়েন্টিং। দেখতে সাধারণ ড্রোনের মতো হলেও এতে বেশ কিছু ক্যামেরা যুক্ত করা আছে এবং তা ২৫০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সব কিছু দেখতে সক্ষম। যে কোন আবহাওয়ায় উড়তে পারে শাহপার। প্রতিরক্ষা সম্মেলনে এই ড্রোনের সঙ্গে অংশগ্রহণকারীদের পরিচয় করিয়ে দেন পাকিস্তানে উপ নৌ প্রধান কলিম শওকত। ২৭ নভেম্বর শুরু হওয়া এই প্রদর্শনীতে ৫১টি দেশ থেকে ২৬২ জন উচ্চ পর্যায়ের প্রতিনিধি অংশ নিচ্ছেন। ডিফেন্স এক্সপোর্ট প্রমোশন অর্গানাইজেশনের (ডিইপিও) পৃষ্ঠপোষকতায় আয়োজিত আইডিয়াস-২০১৮-এ বিশ্বের বিভিন্ন অংশ থেকে প্রতিরক্ষা শিল্পের খেলোয়াড়রা অংশ নিচ্ছেন। প্রদর্শনীতে পাকিস্তান ছাড়াও চীন, চেক প্রজাতন্ত্র, ফ্রান্স, জার্মানি, ইতালি, জর্ডান, পোল্যান্ড, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, ইউএই, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের বিশেষ প্যাভিলিয়ন রয়েছে। এগুলোতে দেশগুলো তাদের সর্বশেষ প্রতিরক্ষা প্রযুক্তি প্রদর্শন করছে। পাকিস্তানের উদ্ভাবিত প্রতিরক্ষা সামগ্রী নিয়ে হাজির হয়েছে গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল সলুশন, পাকিস্তান অর্ডন্যান্স ফ্যাক্টরি, মিলিটারি ভেহিকেল রিসার্স এন্ড ডেভলপমেন্ট এস্টাব্লিশমেন্ট, শিবলী ইলেক্ট্রনিক্স, ইউনিভার্সাল স্মার্ট মিলিটারি সিস্টেমস ও দাউদসন আর্মারি। এসএএম
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন