ইনকিলাব ডেস্ক : ইসলামের ব্যাপক সম্প্রসারণে আতঙ্কিত ব্রিটেনের মুসলিম বিরোধী ব্রিটেন ফার্স্ট পার্টি (বিএফ) সপ্তাহান্তে হালাল পশু জবাই কেন্দ্রে হামলা চালিয়েছে। এই গ্রুপটির ওয়েব পাতায় গত সোমবারের একটি ভিডিও চিত্রে দেখা যায়, ব্রিটেন ফর্স্টের উপনেতা জাইদা ফ্রানসেনসহ কয়েকজন সদস্য প্রাণী অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে হালাল পশু জবাই’র স্থানগুলোর সামনে মিছিল করছে। বিএফ-এর সদস্যরা একটি মুচি’র দোকানে অনুপ্রবেশ করে এবং দোকানের কর্মী ও ক্রেতাদের ধমকায়। জাইদা বলেন, তোমরা কি বুঝতে পারছো যে, তোমরা গ্রেট ব্রিটেনে আছ? কেন তোমরা আল্লাহ’র নামে এসব প্রাণী উৎসর্গ করছো? এ সময় কর্মীদের মধ্য থেকে একজন উত্তর দিতে গিয়ে বিএফ-এর উপ-প্রধানের জন্য কিছু বলতে পারেননি। মাঝখানে তিনি বলে ওঠেন, তোমাদের কারো কি কোনো নৈতিকতা আছে? ওইসব লোকদের দিকে তাকিয়ে দেখো, তারা হালাল গোশত কিনছে। তোমরা গ্রেট ব্রিটেনে বাস করছো। হালাল পশু জবাই নিষ্ঠুর কাজ।
এদিকে, হালাল পশু জবাই কেন্দ্রগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, হালালভাবে পশু জবাই না করাই অমানবিক কাজ। ফ্রনসেন বলেন, তোমরা কেউই বুঝতে পারছো না, এটা একটি খ্রিস্টান দেশ। আমি বুঝতে পারি না, তোমরা কি করে এতো অমানবিক কাজ করতে পারো। দলের আরেক সদস্য বলেন, এসব হাউস সন্ত্রাসবাদে অর্থায়ন করছে। হামাস, হেজবুল্লাহ, আল-কায়েদা, আইএসসহ অন্যান্য সন্ত্রাসী সংগঠনকে তারা অর্থ যোগাচ্ছে। ফ্রানসেন বলেন, তার পিতামহ এ দেশের জন্য যুদ্ধ করেছিলেন। আমি চাই না, এ ধরনের বর্বর কর্মকা-ের মাধ্যমে দেশটি একটি ‘ক্ষুদ্র পাকিস্তানে’ পরিণত হোক। ফ্রান্সিস অবশ্য বলেননি তার পিতামহ দু’টি বিশ্বযুদ্ধের কোন রণক্ষেত্রে যুদ্ধ করেছিলেন। আরটি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন