শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মিসরে সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে পুলিশি ঘেরাও

প্রকাশের সময় : ৬ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দুই সাংবাদিককে গ্রেফতারের পর বিক্ষোভ-প্রতিবাদ দমনে মিসরে সাংবাদিক ইউনিয়নের সদর দফতর ঘিরে ফেলেছে দাঙ্গা পুলিশ। সেখানে সাংবাদিকদের প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রতিবাদে গত বুধবার সদর দফতরের বাইরে কয়েকশ সাংবাদিক বিক্ষোভ করেছেন। মিসরের সাবেক সেনা প্রধান ও বর্তমান প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ আল-সিসি তার বিরুদ্ধে যে কোনও ধরনের বিক্ষোভ ও প্রতিবাদে নিষেধাজ্ঞা জারির পর দেশটি যে আন্দোলন চলছে এ ঘটনা তারই অংশ। গত বুধবার সাংবাদিক ইউনিয়নের কার্যালয় দাঙ্গা পুলিশ ঘিরে রাখার প্রতিবাদে কয়েকশ সাংবাদিক বিক্ষোভ করেন। এ সময় বিক্ষোভকারীরা শ্লোগান দেন, সাংবাদিকতা কোনও অপরাধ নয়। তারা দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাগদি আবদেল-গাফফারের পদত্যাগও দাবি করেন। পুলিশ সদর দফতরে প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউনিয়নের সদস্য ছাড়া কাউকেই প্রবেশ করতে দিচ্ছে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন