শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইয়েমেনের ব্যাপারে ইরান কখনোই চুপচাপ থাকবে না : হাসান রুহানি

প্রকাশের সময় : ৭ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ইয়েমেনে সউদি আরবের হত্যাকা- ও ধ্বংসের বিষয়ে ইরান নিশ্চুপ থাকবে না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূতদের সাক্ষাৎ অনুষ্ঠানে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে ইরানি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট রুহানি প্রশ্ন রেখে বলেন, ইয়েমেনের জনগণের বিরুদ্ধে প্রতিদিনই বর্বরোচিত বোমা হামলা করছে যারা তখন ইরান কি করে তাদের ব্যাপারে নিশ্চুপ থাকতে পারে। গত বছরের ২৬ মার্চ থেকে ইয়েমেনে একতরফা হামলা শুরু করেছে সউদি আরব।
এতে এখন পর্যন্ত নয় হাজারের বেশি নিরীহ মানুষ নিহত এবং অন্তত ১৬ হাজার আহত হয়েছে। এ ছাড়া দেশটির অবকাঠামো মারাত্মকভাবে ধ্বংস করে দেয়া হয়েছে। ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন