শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

সু চি’কে প্রদত্ত পুরস্কার প্রত্যাহার দ. কোরিয়ার

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

অং সান সু চিকে ২০০৪ সালে দক্ষিণ কোরিয়ার অন্যতম মানবাধিকার সংস্থা প্রদত্ত পুরস্কার প্রত্যাহার করা হয়েছে। রাখাইন অঞ্চলে বসবাসরত সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর দেশটির সেনা সদস্যদের অমানবিক নির্যাতন ও হত্যাকাণ্ডের বিষয়ে তার উদাসীনতার কারণে সোমবার সংস্থাটি এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে। প্রতিবেদনে বলা হয়, ২০০৪ সালে সামরিক জান্তার হাতে গৃহবন্দি থাকার কারণে সু চি সে সময় গোয়াংঝু মানবাধিকার পুরস্কারটি গ্রহণ করতে পারেননি। পরে তার দল দেশটির ক্ষমতায় আসার পর শান্তিতে নোবেল জয়ী এ নেত্রী স্টেট কাউন্সিলরের উপাধি পান। তবে রোহিঙ্গা জনগোষ্ঠীদের ওপর চরম নৃশংসতা চলাকালে সু চি কোনো ধরনের সঠিক পদক্ষেপ না নেওয়ায় এক রকম বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত নিলো দক্ষিণ কোরিয়ার মেমোরিয়াল ফাউন্ডেশন। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন