চেকপ্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে একটি কয়লা খনিতে মিথেন গ্যাস বিস্ফোরণে ১৩জন খনি শ্রমিক নিহত হয়েছেন। রাষ্ট্র পরিচালিত ওকেডি কোম্পানির ওই খনিটিতে বৃহস্পতিবার রাতে বিস্ফোরণে আর ১০ শ্রমিক আহত হয়েছেন।
ওকেডি’র এক মুখপাত্র ইভো সেলেকোভস্কি জানান, নিহতদের মধ্যে ১১জন পোলিশ ও ২জন চেক নাগরিক। বিস্ফোরণের কারণে মাটির নিচে সুড়ঙ্গে কয়েক জায়গায় ধস নেমেছে। পর্যাপ্ত আলোর অভাবে উদ্ধার কাজ ব্যহত হচ্ছে।
দেশটির সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, মাটির নিচে ৮০০ মিটার বা, ২,৬০০ ফুট নিচে এই বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় পোলিশ প্রধানমন্ত্রী মাতেয়ুজ মোরাউইকী, প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা ও চেক প্রধানমন্ত্রী আন্দ্রে বাবিস শোক প্রকাশ করেছেন। খবর টাইম নিউজ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন