শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী প্রশ্নোত্তর

কেউ যদি অ্যালকোহল জাতীয় ড্রিংকস খায় তাহলে কত ঘণ্টা পর্যন্ত তার শরীর নাপাক থাকবে বা নামাজ পড়তে পারবে না, যদিও সে সম্পূর্ণ হুঁশ ফিরে পায়।

জাকিউল হাসান ফাহিম
বারিধারা ডিওএইচএস।

প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৮, ১১:৫৯ পিএম

 উত্তর : হুঁশ ফিরে পাওয়ার পরই নামাজ পড়তে পারবে। তবে, ড্রিংসের নাপাকি শরীর ও কাপড় থেকে দূর করা অবশ্য কর্তব্য। মাতলামি বা মানসিক বৈকল্য দূর হওয়া পর্যন্ত নামাজ পড়া যাবে না। তবে যখন নামাজ ও এর নিয়মকানুন বোঝার মতো মন মানসিকতা ফিরে আসে তখনই পবিত্র হয়ে নামাজ পড়তে পারবে।

সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতাওয়া বিশ্বকোষ।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
nasir ২৫ ডিসেম্বর, ২০১৮, ১১:২২ পিএম says : 1
মদ পান করা হারাম, যতক্ষণ না তওবা করবে ততক্ষন হারাম ভক্ষণের কারণে কোনো সালাত বা দোআ আল্লাহ এর কাছে কবুল হওয়ার যোগ্য হবে না. তওবা করে আর মদ পান করবে না মর্মে মন থেকে প্রকৃত ইস্তেগফার করলেই শরীর হারাম মুক্ত বা পাক অথবা পবিত্র হবে. শুধু মদ পান নয়, যেকোনো হারাম উপার্জন, হারাম খাদ্য ও পানীয় অথবা হারাম পোশাক/বস্তু পরিহিত অবস্থায় কোনো ইবাদত গ্রহণযোগ্য নয়. তওবা ও ইস্তেগফার করে হারাম থেকে পরিপূর্ণভাবে মুক্ত হয়ে ইবাদত করলে আল্লাহ তাআলা সেই ইবাদত ইচ্ছা করলে গ্রহণ করতে পারেন।
Total Reply(0)
জসিম ২৮ ডিসেম্বর, ২০১৮, ১১:৪৩ এএম says : 0
মুফতি সাহেব যে উত্তর দিলেন তাতে বুঝা যায় মদ পান করা হালাল ? এটা কি ধর্মের নামে অপবেখ্খা নয় কি?
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন