শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

অস্ট্রেলিয়ায় তীব্র দাবদাহ শুরু

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

অস্ট্রেলিয়ায় তীব্র দাবদাহ শুরু হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৪৯ সেন্টিগ্রেড পর্যন্ত উঠতে পারে বলে সতর্ক করা হয়েছে। এছাড়া ওই এলাকায় দাবানল, স্বাস্থ্য ও বাতাসের মান নিয়েও সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আবহাওয়া বিভাগ জানিয়েছে, পিলবারা অঞ্চলের মার্বেল বার ও প্যাননাওনিকাতে তাপমাত্রা সর্বোচ্চ ৪৯ সেন্টিগ্রেড পর্যন্ত উঠতে পারে। এর আগে ১৯৬০ সালে দক্ষিণ অস্ট্রেলিয়ার উদনাদাত্তা বিমানবন্দরে সর্বোচ্চ তাপমাত্রা ৫০ দশমিক ৭ সেন্টিগ্রেড রেকর্ড করা হয়েছিল। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটে মার্বেল বারে তাপমাত্রা ৪৩ দশমিক ৪ সেন্টিগ্রেড রেকর্ড করা হয়েছে। বুধবার আবহাওয়া বিভাগ জানিয়েছিল, পশ্চিম অস্ট্রেলিয়া, দক্ষিণ অস্ট্রেলিয়া, ভিক্টোরিয়া, নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ডের মধ্যাঞ্চলের কিছু এলাকায় তাপমাত্রা বাড়ছে। অন্য অঞ্চলের তুলনায় দক্ষিণে গড় তাপমাত্রা ১০ থেকে ১৪ ডিগ্রি সেন্টিগ্রেড বেশি। চরম তাপ বৃদ্ধির সাথে ওজোন স্তরও বেড়ে যাওয়ায় নিউ সাউথ ওয়েলসের স্বাস্থ্য বিভাগ সিডনির জন্য বাতাসের মান সতর্কতা জারি করেছে। নিউ সাউথ ওয়েলসের স্বাস্থ্য বিভাগের নির্বাহী পরিচালক জেরেমি ম্যাকএনালটি জানিয়েছেন, ওজোন স্তর ফুসফুসের সমস্যা সৃষ্টি করে। তাই যাদের হাপানি বা অন্যান্য স্পর্শকাতর রোগ আছে তাদের বাড়তি যত্ম নেওয়া উচিৎ। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন