শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

৩৬০ অভিবাসী উদ্ধার করেছে মরক্কো

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

মরক্কোর নৌবাহিনী বৃহস্পতিবার ভূমধ্যসাগর থেকে ৩৬৭ জন অভিবাসীকে উদ্ধার করেছে। এদের অধিকাংশ সাব-সাহারান অভিবাসী। তারা স্পেনে যাওয়ার চেষ্টা করছিল। দেশটির সামরিক সূত্র এই তথ্য জানায়। উদ্ধার করা অভিবাসীদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তারা কয়েকটি ছোট নৌযানে নানা অসুবিধার মধ্যে ছিল। নৌবাহিনীর বিভিন্ন ইউনিট তাদের সকলকে নিরাপদে উদ্ধার করে পার্শ্ববর্তী বন্দরে নিয়ে আসে। সাম্প্রতিক এক সরকারি হিসাবে বলা হয়, ২০১৮ সালের প্রথম নয়মাসে মরক্কো ৬৮ হাজার অবৈধ অভিবাসীর প্রচেষ্টা থামিয়ে দেয় এবং ১২২ টি ‘সক্রিয় অপরাধী চক্রের’ কর্মকান্ড নস্যাৎ করে দেয়। সাম্প্রতিক মাসগুলোতে ডিঙ্গি নৌকা যোগে দেশ ত্যাগের প্রচেষ্টা চালানো মরক্কোর তরুণ নাগরিকদের সংখ্যাক্রমেই বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন