শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

চীন-মিয়ানমার সীমান্ত মাইনমুক্ত করার মিশন

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

চীনের পিপলস লিবারেশন আর্মির সাউদার্ন থিয়েটার কমান্ড বৃহস্পতিবার ইউনান প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর মাংশিতে চীন-মিয়ানমার সীমান্ত এলাকাকে স্থলমাইনমুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে। কমান্ড থেকে জানানো হয়েছে, যেখানে এই মিশন চালানো হচ্ছে, সেটি উঁচু পার্বত্য এলাকা। সেখানে খাড়া ঢাল, গভীর খাদ এবং গভীর অরণ্য রয়েছে। চ্যালেঞ্জিং এই মিশন সফল করার জন্য এতে মাইন তোলার ব্যাপারে অত্যন্ত অভিজ্ঞ ও ব্যাপক প্রশিক্ষণপ্রাপ্তদের কাজে লাগানো হচ্ছে। ৩০০ কর্মকর্তা এবং সেনাদের দলটি সম্প্রতি সিনো-ভিয়েতনাম সীমান্তের ইউনান অংশে ল্যান্ডমাইন নির্মূলের মিশন শেষ করেছে। এসএএম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন