শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

চিকিৎসা করাতে গিয়ে ২৭ দিন যৌনপল্লীতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

হাসপাতালে চিকিৎসা নিতে এসে এক তরুণী বিক্রি হয়ে যান যৌনপল্লীতে। এরপর ২৭ দিন তিনি বন্দি ছিলেন সেখানে। তারপর যৌনপল্লীর এক গ্রাহকের সাহায্যে প্রথম তিনি তার ভাইকে ফোন করেন। ভাইয়ের তৎপরতায় পুলিশের সাহায্যে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয় তাকে। এ ঘটনা ঘটেছে ভারতের কলকাতায়। বিশ বছর বয়সী ওই তরুণী মালদহের জলঙ্গার বাসিন্দা। মালদহ জেলা হাসপাতালে চিকিৎসা করাতে গেলে তাকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে স্ত্রীরোগ বিভাগে রেফার করে দেওয়া হয়। একাই কলকাতায় আসেন চিকিৎসা করাতে, ডিসেম্বরের এক তারিখে। উদ্ধারের পর গুরুতর অসুস্থ থাকায় ওই তরুণীর কাছ থেকে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ওই তরুণী বলতে পেরেছেন, হাসপাতালে তার সঙ্গে আলাপ হয় পাপ্পু নামে এক যুবকের। তরুণী কলকাতায় একটি থাকার জায়গা খুঁজছিলেন। কারণ তখনও তাকে হাসপাতালে ভর্তি নেওয়া হয়নি। ওই যুবকের ফাঁদে পড়ে যান তিনি। জানা গেছে, তাকে অপহরণ করে ১ লাখ ১৫ হাজার টাকায় বেঁচে দেয়া হয় বিহারের এক যৌনপল্লীতে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় নেপাল সীমান্তের কাছে বেতিয়াতে। বৃহস্পতিবার রাতে সেখানকার যৌনপল্লী থেকেই উদ্ধার করা হয় তরুণীকে। ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন