শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

৩ সাংবাদিকসহ ৬ জনের মৃত্যুদন্ডের সুপারিশ কায়রোয় বন্দুকধারীদেরগুলি, ৮ পুলিশ নিহত

প্রকাশের সময় : ৯ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মিশরের রাজধানী কায়রোর দক্ষিণ প্রান্তের হেলবানে অজ্ঞাত বন্দুকধারীরা পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে আট পুলিশকে হত্যা করেছে। গতকাল রোববার মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিজস্ব দাপ্তরিক ফেইসবুক পেইজে দেয়া এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। এতে বলা হয়, চারজন বন্দুকধারী ছোট একটি পিকআপ থেকে নেমে পুলিশের গাড়িটি থামিয়ে বেসামরিক পোশাকে থাকা পুলিশদের লক্ষ্য করে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলিবর্ষণ করে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বন্দুকধারীরা মুখোশ পরিহিত ছিল। তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। মিশরের একমাত্র নির্বাচিত প্রেসিডেন্ট মুসলিম ব্রাদারহুডের মুহম্মদ মুরসিকে তৎকালীন সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল সিসি ক্ষমতাচ্যুত করার পর ২০১৩ সালের মাঝামাঝি থেকে দেশটিতে বিদ্রোহী তৎপরতা শুরু হয়। অপর এক খবরে বলা হয়, মিশরের রাষ্ট্রীয় গোপন তথ্য ও নথি কাতারের কাছে পাচারের মাধ্যমে জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলার অভিযোগে তিন সাংবাদিকসহ ছয়জনকে মৃত্যুদ- দেয়ার সুপারিশ করেছে দেশটির একটি আদালত। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন