ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানে তালিবানের বসন্তকালীন হামলায় দেশের দক্ষিণাঞ্চলের কান্দাহার প্রদেশে ২ বিদেশী সেনা নিহত ও ১ জন আহত হয়েছে। কান্দাহারে আবহাওয়া বৈরি থাকায় তালিবানেরা তাদের হামলায় সুবিধা করতে পারেনি। তবে বস্তন্তের প্রারম্ভেই তারা উৎসাহী হয়ে ওঠে বিদেশী ন্যাটো সেনাদের হামলা করতে। আফগানিস্তানে সম্মিলিত সামরিক জোটের পক্ষ থেকে বলা হয়েছে, তালিবানেরা সেনাবাহিনীর সদস্যদের পোশাক পরিহিত হয়ে গত শনিবার হামলা পরিচালনা করে। তাতে কোয়ালিশন বাহিনীর ২ রোমানিয় সেনা নিহত হয়। রোমানিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পক্ষে বলা হয়েছে, ২ সেনা নিহত হয়েছে তালিবানের হামলায় যখন তারা স্থানীয় পুলিশদের সামরিক ট্রেনিং দিতে ব্যস্ত ছিল। মন্ত্রণালয় তার বিবৃতিতে আরো জানিয়েছে, ২ সেনা নিহত ছাড়াও ১ জন সেনা আহত হয়েছে, তাকে জার্মানির একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহত সেনা সম্বন্ধে বলা হয়েছে তার অবস্থা ভালো। এমন এক সময়ে এই হামলা হলো যখন থেকে এক মাস আগে তালিবানেরা তাদের বসন্তকালীন হামলা পরিচালনা করার জন্য শপথ গ্রহণ করেছিল। এএফপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন