শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

মালিতে সশস্ত্র হামলায় ৩৭ বেসামরিক নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

মালির মধ্যাঞ্চলীয় মোপতি এলাকায় সশস্ত্র ব্যক্তিরা ফুলানি গোষ্ঠীর ৩৭ জন বেসামরিককে হত্যা করেছে। মঙ্গলবার মোপতির কৌলোগন গ্রামে এ ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির সরকার, খবর বার্তা সংস্থা রয়টার্সের। ঐতিহ্যবাহী দোনজো শিকারীদের পোশাক পড়া সশস্ত্র ব্যক্তিরা হামলাটি চালায় এবং নিহতদের মধ্যে কয়েকটি শিশু রয়েছে বলে সরকারি বিবৃতিতে বলা হয়েছে। গত বছর গোষ্ঠীগত সহিংসতায় এই অঞ্চলটিতে কয়েকশত লোকের প্রাণ গিয়েছিল। নিকটবর্তী শহর বানকাসের মেয়র মৌলাগি গুইনদো জানিয়েছেন, নতুন বছরের প্রথম ফজরের আজানের সময় কৌলোগনের ফুলানি অংশে হামলাটি চালানো হয়। এর এক কিলোমিটারেরও কম দূরত্বে কৌলোগনের অপর অংশে দোগোন গোষ্ঠীর বাস এবং ওই অংশে হামলা হয়নি বলে জানিয়েছেন তিনি। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন