শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

সর্বাধিক ৭০ হাজার শিশুর জন্ম ভারতে

বছরের প্রথম দিনে চার লাখ শিশুর জন্মগ্রহণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

বছরের প্রথম দিন সারাবিশ্বে জন্মগ্রহণ করেছে তিন লাখ ৯৫ হাজার ৭২ শিশু। আর এদের মধ্যে সর্বাধিক শিশুর জন্ম দিয়ে প্রথম স্থানে রয়েছে ১৩০ কোটি জনসংখ্যার দেশ ভারত। মঙ্গলবার জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে। ইউনিসেফের দেয়া তথ্যমতে, ভারতে বছরের প্রথম দিন ৬৯ হাজার ৯৪৪ নবজাতক জন্মগ্রহণ করেছে। আর ৪৪ হাজার ৯৪০ শিশুর জন্ম দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীন। ইউনিসেফের ওই রিপোর্ট অনুযায়ী, তালিকায় তিন নম্বরে রয়েছে নাইজেরিয়া। সে দেশে বছরের প্রথম দিনে শিশু জন্মের সংখ্যা ২৫ হাজার ৬৮৫। বৈশ্বিকভাবে বছরের প্রথম দিনে যত নবজাতকের জন্ম হয়েছে, তার প্রায় অর্ধেকের বেশি ভারত, চীন, নাইজেরিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, কঙ্গো। নতুন বছরের প্রথম দিনে বিশ্বে জন্ম নেয়া নবজাতকদের এক-চতুর্থাংশের জন্ম দক্ষিণ এশিয়ার দেশগুলোতে। ইউনিসেফের তথ্যানুযায়ী, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ ফিজিতে ২০১৯ সালের প্রথম শিশুটির জন্ম হয়েছে। ইউনিসেফের উপনির্বাহী পরিচালক শার্লট পেত্রি গোর্নিৎজকা বলেন, আসুন-নতুন এই বছরের প্রথম দিনে আমরা সবাই প্রতিটি শিশুর প্রতিটি অধিকার পূরণে সংকল্পবদ্ধ হই। আর এটি শুরু করি শিশুদের বেঁচে থাকার অধিকার নিশ্চিতের মাধ্যমেই। টাইমস্ অফ ইন্ডিয়া,রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন