শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

অল্পের জন্য বেঁচে গেলেন রাখাইনের মুখ্যমন্ত্রী

একতরফা যুদ্ধবিরতি চলাকালেই সেনা অভিযান চলছে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

অল্পের জন্য প্রাণে বাঁচলেন মিয়ানমারের পশ্চিমাঞ্চলের রাখাইন প্রদেশের মুখ্যমন্ত্রী ইউ নি পু। রাখাইনে উত্তরাঞ্চলের একটি সড়কে তার গাড়িবহরে পর পর তিনটি মাইন হামলা হয়েছে। মাইন বিস্ফোরণে মুখ্যমন্ত্রীকে বহনকারী গাড়ির গ্লাস ক্ষতিগ্রস্ত হলেও কোনো ধরনের আঘাত পাননি তিনি। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যার দিকে ইউ নি পুকে বহনকারী গাড়িবহর মাইন হামলার শিকার হয়। রাজ্যের তথ্য বিভাগ বলছে, গাড়িবহরের মধ্যে মুখ্যমন্ত্রীকে বহনকারী গাড়িটি রাখাইনের মারাউক শহর থেকে পি পিন ইন গ্রামের কাছে আক্রান্ত হয়েছে। কিয়াকফিয়ু থেকে অ্যান এলাকা হয়ে রাখাইনের রাজধানী সিত্তের দিকে যাওয়ার সময় মন্ত্রীর গাড়িবহরে দূর নিয়ন্ত্রিত তিনটি মাইন বিস্ফোরণ ঘটানো হয়। তবে বিস্ফোরণে কোনো হতাহত হয়নি। মিয়ানমারের ইংরেজি দৈনিক দ্য ইরাবতিকে রাজ্যের তথ্য বিভাগের প্রধান ইউ মং মং বলেন, কেউ আহত হয়নি। তবে একটি গাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এ নিয়ে গত দুই বছরে রাখাইনের মুখ্যমন্ত্রী ইউ নি পুর ওপর দ্বিতীয়বারের মতো হামলার ঘটনা ঘটলো। এর আগে ২০১৭ সালের ডিসেম্বরে রাখাইনের অ্যান-মায়েবন মহাসড়কে মুখ্যমন্ত্রীর গাড়িবহরের কাছে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে দেশটির সেনাবাহিনীর একটি গাড়ি ক্ষতিগ্রস্ত ও চার সেনাসদস্য আহত হয়। তবে সেই হামলায়ও বেঁচে যান ইউ নি পু। এর আগে খবরে বলা হয়, ময়ানমার সেনাবাহিনী ডিসেম্বরে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে চার মাসের একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করে। তবে সেই যুদ্ধবিরতি চলাকালেই এই অভিযান চলছে। রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদপত্র গ্লোবাল নিউ-তে বলা হয়েছে, বুধবার পুলিশের উপর বিদ্রোহীদের হামলায় একজন গুরুতর আহত হয়েছে। ছোট ও ভারী অস্ত্র নিয়ে ৩০ জনের দল বুথিডং অঞ্চলে পুলিশের উপর এই হামলা চালায়। এ ব্যাপারে মিয়ানমার সেনাবাহিনীর তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। দ্য ইরাবতি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন