মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

শান্তিচুক্তি যুক্তরাষ্ট্রের জন্য সুফল বয়ে আনবে : অ্যাবে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

জাপান ও রাশিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তায় অনুকূল প্রভাব ফেলবে। এই চুক্তি ওয়াশিংটনের জন্যও সুফল বয়ে আনবে। রোববার জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারকেন্দ্র এনএইচকে টিভি চ্যানেলকে দেশটির প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে একথা বলেন। এদিকে টোকিও এবং ওয়াশিংটনও একটি নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করে। টোকিও-ওয়াশিংটনের এই চুক্তি রুশ-জাপান শান্তিচুক্তিতে প্রভাব ফেলেছে কিনা এমন প্রশ্নের জবাবে অ্যাবে বলেন, ‘জাপান-যুক্তরাষ্ট্রের নিরাপত্তা চুক্তিটি জাপানের জন্য আন্তর্জাতিক নিরাপত্তার নিশ্চয়তার ভিত্তিতে করা হয়েছে। আর জাপান ও রাশিয়ার মধ্যকার শন্তিচুক্তিটি আঞ্চলিক স্থিতিশীতার জন্য অনুকূল প্রভাব ফেলবে, যা যুক্তরাষ্ট্রের জন্য সুবিধা হবে।’ জাপানের প্রধানমন্ত্রী আরো জানান, জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরোভের মধ্যে ১৪ জানুয়ারি মস্কোয় এক বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। অ্যাবে আরো বলেন, ওই বৈঠকের পর তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়া যাবেন। ২০১৮ সালের ১৪ নভেম্বর সিঙ্গাপুরে এক বৈঠকে পুতিন ও অ্যাবে ১৯৫৬ সালের ১৯ অক্টোবরের যৌথ ঘোষণার ভিত্তিতে একটি শান্তি চুক্তিতে স্বাক্ষরের জন্য রাশিয়া ও জাপানের মধ্যে বৈঠকের বিষয়ে সম্মত হন। উল্লেখ্য, দুদেশের মধ্যে কূটনৈতিক ও অন্যান্য ক্ষেত্রে সম্পর্ক জোরদার হলেও এখন পর্যন্ত কোন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়নি। তাস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন