গেল মাসে জ্বালানি কর বৃদ্ধি এবং জীবনধারণের উচ্চ ব্যয়ের প্রতিবাদে কয়েক সপ্তাহের সহিংস আন্দোলনের রেশ কাটতে না কাটতেই আবারো সরকার-বিরোধী বিক্ষোভে উত্তাল ফ্রান্স। এদিকে, তীব্র বিক্ষোভের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন ফরাসি সরকারের মুখপাত্র। সহিংস বিক্ষোভের তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। আলোচনার মাধ্যমে সঙ্কট সমাধানের আহ্বান জানান তিনি। নতুন বছরে প্রথমবারের মতো রোববার রাজধানী প্যারিসে জড়ো হয়ে ইয়েলো ভেস্ট নামে সরকার-বিরোধী বিক্ষোভ শুরু করে হাজার হাজার মানুষ। এসময় পুলিশ বাধা দিলে শুরু হয় ব্যাপক সংঘর্ষ। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। পরে গাড়িতে আগুন ধরিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভকারীরা। পুড়িয়ে দেয়া হয় পুলিশের বেশ কয়েকটি মোটরসাইকেল। এতে রণক্ষেত্রে পরিণত হয় পুরো প্যারিস। সরকারের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ করে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখেঁর পদত্যাগের দাবি জানান বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের একজন বলেন, পুলিশি হামলার প্রতিবাদে আমরা মানববন্ধন করতে চেয়েছিলাম। কারণ তাদের হামলায় আমাদের বহু সমর্থক হতাহত হয়েছে। শান্তিপূর্ণভাবে আমরা বিক্ষোভ করতে চাইলেও পুলিশ তাতে বাধা দিয়েছে। আরেক বিক্ষোভকারী বলেন, আমরা গণতন্ত্র এবং মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। কিন্তু পুলিশ যা করছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দিন পেরিয়ে রাত পর্যন্ত গড়ায় বিক্ষোভকারীদের তাণ্ডব। প্যারিসের বিভিন্ন রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করে রাখে তারা। প্যারিস ছাড়াও এদিন অন্যান্য শহরেও ইয়েলো ভেস্ট পরে বিক্ষোভ করে হাজার হাজার মানুষ। রোববারের বিক্ষোভে আটক কিংবা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর আগে, গেল মাসে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কয়েকজন নিহতের পাশাপাশি আহত হন শতাধিক আন্দোলনকারী। আটক করা হয় দুই হাজারেরও বেশি। এএফপি, রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন