ইনকিলাব ডেস্ক : ভারতে তল্লাশির নামে বিএসএফের এক জওয়ান ছাত্রীর শ্লীলতাহানি করায় লজ্জা ও অপমানে এই কিশোরী ছাত্রী আত্মঘাতী হয়েছে বলে অভিযোগ করলেন তার বাবা-মা। তারা দক্ষিণ দিনাজপুরের হিলি এলাকার পাঞ্জুল অঞ্চলের গোঁসাইপুর সীমান্তের বাসিন্দা। বছর বারোর ওই কিশোরীর মা জানিয়েছেন, গত শনিবার সে কাছেই লস্করপুরে গৃহশিক্ষকের কাছে পড়তে গিয়েছিল। বেলা ১১টা নাগাদ আল রাস্তা ধরে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিল। তখনই এক জওয়ান তার পথ আটকায়। তল্লাশির নামে তখনই তার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রীর মা’ও খবরটি পায়। তিনি ছুটে গিয়ে মেয়েকে উদ্ধার করেন। এরপর বাড়ি ফিরে ওই ছাত্রী ঘরে ঢুকে গলায় দড়ি দেয় বলে বাড়ির লোকজন জানায়। শব্দ শুনে তৎক্ষণাৎ দরজা ভেঙে তাকে নামানো হয়। আত্মীয়রা জানান, তখনও দেহে প্রাণ ছিল। সংজ্ঞাহীন অবস্থায় প্রথমে তাকে হিলি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রেফার করা হয় বালুরঘাট জেলা হাসপাতালে। রাত ১১টা নাগাদ বালুরঘাট হাসপাতালে ছাত্রীটি মারা যায়। জেলা পুলিশ সুপার রসিদ মুনির খান জানান, তদন্ত শুরু হয়েছে। ওয়েবসাইট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন