মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ট্রাম্পের প্রতি বিরক্ত অনেক রিপাবলিকান হিলারির দিকে ঝুঁকছেন

প্রকাশের সময় : ১১ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে ট্রাম্পের প্রতি বিরক্ত অনেক রিপাবলিকান। তারা এখন হিলারির দিকে ঝুঁকছেন। বিভিন্ন সময়ে ট্রাম্পের উগ্রবাদী কথাবার্তাই এর কারণ হতে পারে। ট্রাম্প তার এসব কথাবার্তার জন্য বিশ্বব্যাপী ব্যাপক সমালোচিত হলেও এখনো তার সেই অবস্থান অব্যাহত রেখেছেন। তার নিজ দলের মধ্যেই তার ওপর আস্থা রাখতে পারছেন না অনেকেই। এমন এক পরিস্থিতিতে ডেমোক্রেটিক দলের মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন বলেছেন, রিপাবলিকানদের অনেকেই তার দিকে ঝুঁকছেন। তারা ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেয়ার বদলে নির্বাচনী দৌঁড়ে তার সাথে থাকার আগ্রহ প্রকাশ করেছেন। গত রোববার প্রচারিত সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে হিলারি বলেন, যেসব রিপাবলিকান ধনকুবের ট্রাম্পকে সমর্থন দিতে অনিচ্ছুক, তাদের বলয়ে তিনি পৌঁছে গেছেন। তিনি বলেন, তারাও এমন একজন প্রার্থী চাচ্ছেন, যিনি ইস্যুভিত্তিক প্রচারণা চালাচ্ছেন। শেষ সময় পর্যন্ত যেসব রিপাবলিকানের এ বিষয়ে কিছু বলার রয়েছে তাদের কাছে পৌঁছানোর ব্যাপারে তার প্রবল আগ্রহ রয়েছে বলে তিনি জানান। সাবেক এই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, আমি ডেমোক্রেটদের বাইরে রিপাবলিকান ও স্বতন্ত্রসহ সকল ভোটারের কাছে পৌঁছে গেছি। হিলারি মার্কিনীদের তার ইস্যুভিত্তিক প্রচারণায় শামিল হওয়ার আহ্বান জানান। মেক্সিকো সীমান্ত প্রচীর, বন্দিদের জিজ্ঞাসাবাদে ওয়ার্টার বোর্ডিং পদ্ধতি পুনরায় প্রবর্তনসহ বিশেষ করে মুসলমানদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না দেয়ার ব্যাপারে তার বিতর্কিত নানা বক্তব্যের কারণে রিপাবলিকান দলীয় মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে রিপাবলিকান দলের মধ্যেই বিভক্তি দেখা দিয়েছে। দেশটির শীর্ষস্থানীয় নির্বাচিত রিপাবলিকান কর্মকর্তা হাউস স্পিকার পল রায়ান এবং দলটি থেকে নির্বাচিত সাবেক দুই প্রেসিডেন্ট সিনিয়র ও জুনিয়র বুশসহ সিনিয়র অনেক সদস্যই ট্রাম্পর্কে সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছেন। নিজ দলের মধ্যেই তার আক্রমণাত্মক ও কট্টর চিন্তাভাবনার ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে। এর জের শেষ পর্যন্ত অব্যাহত থাকলে নির্বাচনের সুফল অনেকটাই হেলে পড়তে পারে হিলারির দিকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন