শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জাপানের ছোট দ্বীপে অগ্ন্যুৎপাত

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৯, ২:০২ এএম

জাপানের দক্ষিণাঞ্চলের একটি ছোট জনবিরল দ্বীপে বৃহস্পতিবার আগ্নেয়গিরি থেকে ব্যাপক অগ্ন্যুৎপাত ঘটেছে। এর জ্বালামুখ দিয়ে ছাইভস্ম ও ধোঁয়া অনেক উঁচুতে উঠে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। দেশটির আবহওয়া সংস্থা একথা জানায়। সরকারি সম্প্রচার কেন্দ্র এনএইচকে জানায়, জাপানের দক্ষিণ প্রান্তে অবস্থিত কুচিনোয়েরাবু দ্বীপে এই অগ্ন্যুৎপাতের ঘটনায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। আবহাওয়া সংস্থা জানায়, নতুন একটি সতর্কতাবার্তা জারি করার পরপরই স্থানীয় সময় সকাল ৯টা ১৯ মিনিটে অগ্ন্যুৎপাত শুরু হয়। সংস্থার আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত বিভাগের কর্মকর্তা জুন ফুজিমাৎসু বলেন, ‘গত বছর থেকে সেখানে অগ্নুৎপাত হচ্ছে। কিন্তু আজ সকালে অগ্ন্যুৎপাতের সতর্কতাবার্তা জারি করার কারণ হচ্ছে সেখানে এর ব্যাপক প্রভাব পড়তে পারে।’ এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন