শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র-ব্রিটেন প্রথম যৌথ নৌ মহড়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৯, ৯:২৭ পিএম

যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন গোলযোগপূর্ণ দক্ষিণ চীন সাগরে প্রথম যৌথ নৌ মহড়া চালিয়েছে। এ অঞ্চলের বিতর্কিত দ্বীপের ওপর বেইজিংয়ের দাবি মোকাবেলা করতে মিত্রদের সহযোগিতা চাইছে ওয়াশিংটন। তারই অংশ হিসেবে এ মহড়া অনুষ্ঠিত হয়েছে। খবর পার্সটুডের।

মহড়ায় অংশগ্রহণকারী দেশদুটি জানিয়েছে, গত শুক্রবার থেকে বুধবার পর্যন্ত চলেছে এটি। মহড়ায় মার্কিন গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ইউএসএস ম্যাকক্যাম্পবেল এবং ব্রিটিশ নৌবাহিনীর ফ্রিগেট এইচএমএস আরগিল অংশ নিয়েছে। মহড়ায় দুই দেশের যৌথ অভিযান চালানোর সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেয়া হয়েছে।
চলতি মাসের গোড়ার দিকে ম্যাকক্যাম্পবেল চীনের পার্সেল দ্বীপের ১২ নটিক্যাল মাইলের মধ্য দিয়ে টহল দিয়েছে। চীনা এ দ্বীপের ওপর ভিয়েতনাম এবং তাইওয়ানও অধিকার দাবি করে আসছে। এদিকে, গত আগস্টে আক্রমণের কাজে ব্যবহৃত ব্রিটিশ উভচর যুদ্ধজাহাজ এইচএমএস অ্যালবিনোও একই দ্বীপের কাছ দিয়ে টহল দিয়েছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন