শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্রের নতুন সামরিক নীতি অস্ত্র প্রতিযোগিতা ডেকে আনবে : রাশিয়া

দ্বীপপুঞ্জ নিয়ে মস্কো-টোকিও উত্তেজনা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

যুক্তরাষ্ট্রের মহাকাশভিত্তিক নয়া সামরিক নীতি বিপজ্জনক অস্ত্র প্রতিযোগিতা ডেকে আনবে বলে মন্তব্য করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে দেরি হয়ে যাওয়ার আগেই অস্ত্রচুক্তি নিয়ে বিবাদ মিটিয়ে ফেলার জন্য আমেরিকার প্রতি আহ্বানও জানানো হয়েছে। রুশ বিবৃতিতে বলা হয়, মার্কিন নয়া নীতি কার্যকর করা হলে মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা শুরু হবে। আর এটি আন্তর্জাতিক নিরাপত্তা এবং স্থিতিশীলতার ওপর সবচেয়ে বিরূপ প্রভাব ফেলবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মহাকাশভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরিকল্পনা ঘোষণার একদিন পরই এ বিবৃতি দিল রাশিয়া। অপর এক খবরে বলা হয়, জাপান ও রাশিয়ার নেতৃবৃন্দের বৈঠকে বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জ নিয়ে বাগবিতন্ডা হয়েছে। সাম্প্রতিক সময়ে বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জ নিয়ে মস্কো ও টোকিওর মধ্যে উত্তেজনা চলছে। রাশিয়া ক্ষুব্ধভাবে জাপানের বিরুদ্ধে এই শীর্ষ বৈঠককে সামনে রেখে উত্তেজনা বাড়ানো ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয় মেনে না নেয়ার অভিযোগ করেছে। জাপানের উত্তরপ্রান্তের হোক্কাইদো দ্বীপপুঞ্জের উত্তর উপকূলের অদূরে অবস্থিত ওই দ্বীপগুলো রাশিয়ায় দক্ষিণাঞ্চলীয় কুরিলস নামে পরিচিত। জাপানে এগুলো উত্তরাঞ্চল হিসেবে পরিচিত। এদিকে নববর্ষের ভাষণে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে যে মন্তব্য করেছেন তাতে মস্কো ভীষণভাবে ক্ষুব্ধ হয়। তিনি বলেন, বিরোধপূর্ণ দ্বীপগুলোতে রুশ বাসিন্দাদের মেনে নেয়া উচিত যে তাদের সার্বভৌমত্ব পরিবর্তিত হচ্ছে। রয়টার্স, বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন