শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

রোহিঙ্গা সঙ্কটের আঞ্চলিক সমাধান জরুরি : আসিয়ান

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

রোহিঙ্গা সংকটের একটি আঞ্চলিক সমাধান বের করার ওপর জোর দিয়েছেন দক্ষিণ-পূর্ব-এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীরা। থাইল্যান্ডের চিয়াংমাই শহরে অনুষ্ঠিত আসিয়ানের এক দিনের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন ও হত্যাকাণ্ড বন্ধ করার জন্য ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে। তবে তাদের ভাষ্য, এই প্রক্রিয়ার সাফল্যের জন্য মিয়ানমার সরকারের সহযোগিতা জরুরি। গত বছর সংখ্যালঘু রোহিঙ্গা গোষ্ঠীর ওপর ব্যাপক গণহত্যা ও নির্যাতন চালায় মিয়ানমারের সেনাবাহিনী। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও দেশ মিয়ানমার সেনাবাহিনীর এমন হত্যাকাণ্ড ও নির্যাতনের কড়া সমালোচনা করেন। মিয়ানমার সেনাবাহিনীর হত্যা-ধর্ষণ ও নির্যাতনের হাত থেকে বাঁচতে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় ৭ লাখ মানুষ পালিয়ে যায়। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন